মঙ্গলবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
তাদের অন্য দাবিগুলো হলো- মুক্তিযোদ্ধা পরিবারের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা এবং পরিবারের নিরাপত্তা রক্ষা, স্বাধীনতা বিরোধী ও তাদের সন্তানদের সরকারি চাকরি থেকে বহিষ্কার করা এবং তাদের নাগরিকত্ব বাতিল করা, কোটা পর্যালোচনা কমিটির সকল কোটা বিলুপ্তির সুপারিশ বাতিল করা, ঢাবি ভিসির বাসভবনে হামলাকারীদের শাস্তির ব্যবস্থা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধ নিয়ে যারা মানহানিকর বক্তব্য দিয়েছেন তাদের শাস্তির আওতায় আনা।
কোটা পদ্ধতি বিলুপ্তির সুপারিশ করায় কোটা পর্যালোচনা কমিটির সমালোচনা করে ঢাবির সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম জামাল উদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সুপারিশ স্বাধীনতার চেতনা বিরোধী। আমরা আশা করি সরকার এই সুপারিশ বাতিল করবে এবং মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখবে।’
মানববন্ধন শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং তার কাছে তাদের দাবিগুলো জমা দেন।